২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
হিজলায় সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল; ঘটনাস্থল পরিদর্শনে চরমোনাই নায়েবে আমির বাউফলে অনুমতি ব্যতীত পাবলিক মাঠ দখল করে মেলার আয়োজন; জনমনে অসন্তোষ জীবননগরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও বিক্ষোভ দামুড়হুদায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবক আটক চরফ্যাশনে নানান আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জীবননগরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন করে যদি ফ্যাসিস্ট তৈরি হয় পালিয়ে যেতেও পারবে না: মাহমদু হাসান খান বাবু বাকেরগঞ্জে নদীগর্ভে বিলীন বিদ্যালয়,ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা! বাকেরগঞ্জে ছাত্রদল নেতা রুবেলের ইন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা ঘটনায় মামলা, আসামিদের খুঁজছে পুলিশ!

আমরা দুর্নীতির সাগরে ছিলাম: ড. ইউনূস

আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: অন্তবর্র্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।দুর্নীতি ঠেকাতে সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা দুর্নীতির সাগরে ছিলাম।’বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এদিকে বৈঠকে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক গঠন ও উন্নয়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।সাক্ষাৎ শেষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক গঠন ও উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছে তাদের প্রতিনিধিদল।

আরও বলা হয়, যেহেতু বাংলাদেশ আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের রূপরেখা খুঁজছে, তাই যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও বৈঠকে অংশ নেন।এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশে এটাই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর।পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দেয় এই সফর তারই বড় প্রতিফলন। এ থেকে বোঝা যায় যে, এই আলোচনা হবে বহুমাত্রিক। এটি শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network