১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনে শিক্ষকদের মানববন্ধন

আপডেট: অক্টোবর ৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে পৌর শহরের সদর রোডে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সকল শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন।  

এ সময় বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম, মোঃ ফুয়াদ, শাহ মুহাম্মদ মিজান, জহির রায়হান মোহাম্মদ বেলাল হোসেন , মোঃসাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য সমন্বয়ক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের পক্ষে
সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতা সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network