৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

মহানবীকে নিয়ে কটূক্তিকারী ভারতে পুরোহিত ‘আটক’

আপডেট: অক্টোবর ৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: মহানবী হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে।ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শনিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুরোহিতকে আটকের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পুলিশ। তবে বিতর্কিত এই পুরোহিতকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ।

আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন। বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ।

এদিকে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত।

ইসলাম ও মহানবীকে নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদ বাজে মন্তব্য করেছেন। এর জেরে কয়েকদিন আগে বিচারের দাবিতে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছিলেন হাজার হাজার মুসলিম। এসবের মধ্যেই উত্তর প্রদেশের এই পুরোহিতকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network