আপডেট: অক্টোবর ৩১, ২০২৪
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার নুরানী ও হিফজ শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৭ টায় নুরানী ও হিফজ শাখার মিলনায়তনে অনুষ্ঠিত ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: আজিজুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা মো: রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন,
সহকারী অধ্যাপক ফজলুর রহমান, হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবু নাসের,
শিক্ষার্থীদের অভিভাবক মো: মিজানুর রহমান, মো: ইসমাইল, মো: মিরাজ,
নুরানি ও হিফয বিভাগের শিক্ষক মাওলানা মো: সাইফুল ইসলাম, মাওলানা হাসনাইন, হাফেজ মো: আইমান। অনুষ্ঠানে হিফয শাখার শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করে আল্লাহর কাছে দোয়া-মোনাজাত করা হয়। পরে
নুরানী ও হিফজ শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নুরানি ও হিফজ বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন।