১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

দর্শনার হিজলগাড়ীতে সময়ের সমীকরণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: নভেম্বর ২৫, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দৈনিক সময়ের সমীকরণের হিজলগাড়ী প্রতিনিধির আয়োজনে সোমবার (২৫শে নভেম্বর ২০২৪) বিকালে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সময়ের সমীকরণের হিজলগাড়ী প্রতিনিধি ও হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ মিয়া, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ রানা, আইডিএমের চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি মাসুম বিল্লাহ, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, জামায়াত নেতা ডা. এরফান আলী লাল্টু, হিজলগাড়ী বহুমুখী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সময়ের সমীকরণ পত্রিকাটি প্রায় এক দশক আগে দেশের এক সংকটকালীন সময়ে পথচলা শুরু করে। সেই থেকে এখনও পর্যন্ত পত্রিকাটি নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। যার ফলে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। যুগের পর যুগ পত্রিকাটি এভাবেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে বলে আমরা বিশ্বাস করি।’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সময়ের সমীকরণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকাটির প্রধান পৃষ্ঠপোষক শাহিদুজ্জামান টরিক, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সময়ের সমীকরণ পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ, হাজী নুরুল আমিন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান শামীম, দর্শনা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর অনিক, বেগমপুর ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল হক, জামায়াতের যুব নেতা মাহাবুর রহমান, দর্শনা থানা যুবদলের সদস্য মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, ইউপি সদস্য কামাল হোসেন, ইলিয়াস আহমেদ পিন্টু, আকাশ হোসেন, নেহালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জসিম উদ্দিন, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, হিজলগাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক আমিনুর রহমান নয়ন, দৈনিক পশ্চিমাঞ্চলের গড়াইটুপি প্রতিনিধি সাইদুর রহমান, সময়ের সমীকরণের তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম, বিএনপি নেতা তাহের আলীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে সময়ের সমীকরণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network