আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪
স্টাফ রিপোর্টার:
বরিশাল আমতলা পানির ট্যাংকি এলাকায় অবস্থিত বরিশাল ইসলামীয়া স্পেশালাইজড হাসপাতালে মহান বিজয় দিবসে সেবা গ্রহণকারী রোগীদের উপচে পড়া ভীড় ছিল। এ সময় বিশাল লম্বা সিরিয়াল দিয়ে সুশৃঙ্খলভাবে রোগীদেরকে সেবা নিতে দেখা গেছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সকল পরীক্ষা নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী সোমবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে ক্যাম্পের কার্যক্রম। মেডিসিন, গ্যাস্ট্রো এন্টারোলজী, গাইনি ও সার্জারী সহ ১১টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা দেন। শুরুতেই ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান ডা. এসএম ইকবালুর রহমান সেলিম। বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে অসা রোগীরা শৃঙ্খলা ও সেবার মান দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।
সেবা নিতে আসা একজন রোগী বলেন, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছি। চিকিৎসা নেয়া ব্যয়বহুল এজন্য ঠিকমত চিকিৎসকের কাছে যেতে পারছিলাম না। শুনেছিলাম এ হাসপাতাল বিনামুল্যে চিকিৎসা দিবে। তাদের সাথে যোগাযোগ করে আজকে ডাক্তার দেখিয়েছি। কোন টাকা লাগেনি। তিনি সঠিক রোগ নির্ণয় করে ওষুধও দিয়েছেন। বিনামুল্যে এ সেবা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে হাসপাতালটির চেয়ারম্যান ডা. এস এম ইকবালুর রহমান সেলিম জানান, বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে তুলনামুলক রোগীদের কম খরচে সঠিক ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। বিজয় দিবস ঘিরে এটাই বলতে চাচ্ছি, এই প্রতিষ্ঠানটি সেবামুলক প্রতিষ্ঠান। কম খরচে সঠিক স্বাস্থ্য চিকিৎসা সেবা প্রদানের প্রত্যয় নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে এ হাসপাতালটি। অসহায়, দুঃস্থ রোগীদের বিনামুল্যে চিকিৎসাসহ মানবিক সব কর্মকান্ড অব্যাহত থাকবে।