১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সকালের খোঁজখবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় পত্রিকাটির দর্শনা ব্যুরো অফিসে প্রতিনিধি সম্মেলন শেষে কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সকালের খোঁজখবর খবর পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ পান্না। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সকালের খোঁজখবরের স্টাফ রিপোর্টার আমিনুর রহমান নয়ন, রানা মল্লিক, আলমডাঙ্গা ব্যুরো প্রধান আতিক বিশ্বাস, ভালাইপুর প্রতিনিধি মানিক ইসলাম, কার্পাসডাঙ্গা প্রতিনিধি সঞ্জু, হাউলী প্রতিনিধি আ. আলীম।

এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, মেহেরপুর প্রতিদিনের দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতা, সাংবাদিক আসহাবুল আলম, মিরাজ রায়হান প্রমুখ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network