আপডেট: জানুয়ারি ২৬, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
স্টাফ রিপোর্টার: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সাপ্তাহিক তদন্ত চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম। ‘দেশের সমস্যা সমাধানের একমাত্র পথ দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা শেষে এইচ এম হাকিমসহ ৩০ জন সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শনিবার (২৫শে জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়।
দৈনিক স্বাধীন সংবাদ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক আনোয়ার পারভেজ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিকদার ডালিম। অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।