১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আগামী শনিবার উথলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে তাফসিরুল কুরআন মাহফিল

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ ও উথলী গ্রামবাসীর আয়োজনে আগামী শনিবার (১৫ই ফেব্রুয়ারি ২০২৫) উথলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ১৪তম বার্ষিক তাফসিরুল কুরআন মহফিল। বাদ আসর থেকে শুরু হয়ে মাহফিল চলবে রাত পর্যন্ত।

তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন এটিএন বাংলা ও বাংলা ভিশন টিভি চ্যানেলের ইসলামী আলোচক হজরত মাওলানা মাহমুদুল হাসান। ২য় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সেক্রেটারি হজরত মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন জীবননগর থানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আব্দুল খালেক।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন (খোকন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ। মাহফিলে সভাপতিত্ব করবেন উথলী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন।

জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উথলী হাফিজিয়া মাদ্রাসার সম্পাদক জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই মাহফিল অনুষ্ঠিত হবে। জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই মাহফিল চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মাহফিলে মহিলাদের বসার ও প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা থাকবে। আপনারা দলে দলে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network