১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

এনটিভির অনলাইন করেসপনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন জীবননগরের রিপন

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’-এ চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং দর্শনা স্থলবন্দর করেসপনডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন রিপন হোসেন। রবিবার (১৬ই ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ।

রিপন হোসেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক। তিনি জীবননগর উপজেলার বাঁকা গ্রামের সন্তান। এনটিভি অনলাইনে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রিপন হোসেন ২০১৯ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক শেষ করে এসএ টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্কে নিউজরুম এডিটর হিসেবে যোগদান করেন। পরে তিনি যোগদান করেন কানাডিয়ান আইপি টেলিভিশন নন্দন টিভিতে। এরপর ২০২১ সালে তিনি দৈনিক আজকের পত্রিকায় সাব-এডিটর হিসেবে যোগ দেন।

তবে পারিবারিক কারণে ২০২২ সালে তিনি নিজ গ্রামে চলে আসেন। এরপর দৈনিক আজকের পত্রিকায় জীবননগর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণে সাব-এডিটর হিসেবে যোগদান করেন। গত বছর তাকে সময়ের সমীকরণে সহকারী বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network