আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাসনের আহাম্মদপুর ইউনিয়ন সহ ঐ অঞ্চলের শত শত শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণের সুবিধার্থে আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন আহাম্মদপুর কলেজ চালুর উপযুক্ততা যাচাইয়ে পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল এর উপ-কলেজ পরিদর্শক মো: আবদুস সালাম ও
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর সহকারী কলেজ পরিদর্শক সাজিয়া হাসান লুনা।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে আহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শক দল এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
এতে অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও আহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি
হুমায়ুন কবির মোল্লা,
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছালাউদ্দিন মাতাব্বর ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন মাস্টার
সমাজ সেবক আওলাদ হোসেন ভূইয়া, শিক্ষক নেতা শাহে আলম বাবলু মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াকুব আলী নিরব প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘ বছর আহাম্মাদপুর স্কুল এন্ড কলেজটি একাডেমিক কার্যক্রম করে আসলেও
২০১৪ সালে কলেজ হিসেবে অনুমোদন পায়। কিন্তু ২০২০ সালে অজ্ঞাত কারনে কলেজটির অনুমোদন বন্ধ হয়ে যায় । বর্তমানে এলাকায় প্রায় ৪-৫ টি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও কলেজ কাছাকাছি না থাকায়, ছাত্র-ছাত্রীদের জন্য অনেক দূরের কলেজে গিয়ে উচ্চমাধ্যমিকে পড়া লেখা চালিয়ে যাওয়া বেশ কষ্টকর। যার ফলে এলাকার শিক্ষার্থীরা মাধ্যমিকের গন্ডি পেরিয়ে গেলেও উচ্চ মাধ্যমিকে গিয়ে ঝরে পড়ছে। এলাকাবাসীর দাবি এ অবস্থা থেকে উত্তরণে আহাম্মদপুরে কলেজ অনুমোদন পাওয়া জরুরী।