১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসীর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মুহাম্মদ ইউসুফ (নিজস্ব প্রতিবেদক): বর্ণাঢ্য আয়োজনে বরিশালস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা কাজিরহাটবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বরিশাল বিভাগীয় সরকারী গনগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কলেজের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল জব্বার।
ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের পরিচালক (অবঃ) মাওলানা এ কে এম ফজলুর রহমান, শিক্ষাবিদ ড. এস.এম মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা সফিউল্লাহ তালুকদার, শিক্ষাবিদ আব্দুস সালাম, ব্যবসায়ী নুরুল হক সোহরাব, মাওলানা সহিদুল ইসলাম, অধ্যাপক নুরুল আমীন, মাওলানা আবুল হোসাইন, আকবর হোসেন, মাওলানা সাইফুল্লাহ, সৈয়দ গুলজার আলম, কাজী লুৎফর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম বাচ্চু, অধ্যাপক সাইফুর রহমান, মাস্টার আবু সাঈদ, অধ্যাপক আশরাফুল আলম, এ্যাডভোকেট ফরিদ উদ্দিন, মুজাহিদুল ইসলাম’ ইউসুফ, সাঈদ মাহফুজ চৌধুরী, নুরে রাব্বি নাঈম, মাস্টার ইসমাইল হোসেন, অধ্যাপক মোহাম্মদ হোসেন, আকতার হোসেন সোহেল, মাসুম বিল্লাহ, মাস্টার মনির হোসেন, মানসুর বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে বরিশাল শহরে অবস্থানরত শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকলেই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের বিভিন্ন প্রোগ্রাম করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিতিদের সম্মতিক্রমে বরিশালস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। মেহেন্দীগঞ্জের ভাষান চরের কৃতি সন্তান ইসলামী ফাউন্ডেশনের পরিচালক (অবঃ) মাওলানা এ কে এম ফজলুর রহমান উপস্থিত ব্যক্তিবর্গের কন্ঠভোটের মাধ্যমে সালেহ উদ্দিন কে আহবায়ক ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনকে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন সহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। দোয়া মুনাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network