আপডেট: মে ৫, ২০২৫
আপডেট নিউজ: বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর শহীদ ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদরাসার নব গঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত এডহক কমিটির সভাপতি তরুণ সমাজসেবক মোঃ নুরুল আলম। মাদরাসার সুপার আবু জাফর মো. রফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোনাহুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন আল মামুন, জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা বাইতুল মাল সম্পাদক ও উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোহাম্মাদউল্লাহ, বাউফল পৌর যুবদলের আহবায়ক মো. অলিউল ইসলাম, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ও নয়া দিগন্ত বাউফল প্রতিনিধি মো. আসাদুজ্জামান সোহাগ, দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধ এবিএম মিজানুর রহমান, দৈনিক মানবজমিনের মো. তোফাজ্জেল হোসেন, কানোগো মো, সহিদুল ইসলাম, বাউফল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মাস্টার প্রমুখ। এছাড়াও শ্রমিক কল্যান ফেডারেশন বাউফল উপজেলার শাখার সভাপতি মাষ্টার মো. রেদোয়ান উল্লাহ, জামায়াতে ইসলামীর নাজিরপুর ইউনিয়ন শাখার আমির মো. রাসেল,বিশিষ্ট ব্যাংকার মোসলেহ উদ্দিন সাব্বির মো. মেহেদী হাসান, বাউফল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.ইসরারুল হক,ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক , বিশিষ্ট সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মাস্টার আব্দুল্লাহ বিন ফায়েজ এছাড়াও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।