আপডেট: মে ৬, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেসার্স নিশান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যে যথাযথ তথ্য না থাকায় মঙ্গলবার (৬ই মে ২০২৫) দুপুরে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাজার এলাকায় খাবার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় পণ্যে যথাযথ তথ্য না থাকায় মতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স নিশান ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু আনসার এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।
আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।

