আপডেট: মে ১৫, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার সাতগাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ভ্যানিলা ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় বিক্রয় ও যথাযথভাবে কেমিস্ট নিয়োগ না দিয়ে ব্যাবসা পরিচালনা করায় বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকায় মশলা ভাঙানো মিল ও বিস্কুট তৈরির কারখানায় তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় বিক্রয় ও যথাযথভাবে কেমিস্ট নিয়োগ না দিয়ে ব্যাবসা পরিচালনা করায় সাতগাড়ি মোড় এলাকার আকরামুল হকের প্রতিষ্ঠান মেসার্স চুয়াডাঙ্গা ভ্যানিলা ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা ও ৫১ ধারায় ৩০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ ও ধ্বংস করা হয়।
পরবর্তীতে ভাঙানো মরিচ ভাঙা মেঝেতে রাখায় দীপক চন্দ্র আচার্যের প্রতিষ্ঠান মেসার্স দীপক মশলার মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।