আপডেট: মে ১৯, ২০২৫
গাঁজা সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত আনারুল হোসেন
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে আনারুল হোসেন (৪০) নামের একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার কাশিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আনারুল হোসেন কাশিপু্র গ্রামের আনসার আলীর ছেলে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জীবনননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রবিবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় আনারুল হোসেন নামের একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বসতঘর হতে হাতেনাতে আটক করা হয়। আটক আসামি তার দোষ স্বীকার করলে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে তাকে ১৪ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। দণ্ডপ্রাপ্ত আসামিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।