আপডেট: জুন ৫, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (৫ই জুন ২০২৫) ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল রানা (২২) গয়েশপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও র্যাব।
এসময় জুয়েল রানা নামের এক যুবককে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ভারতীয় তৈরি ১টি আরজি ফোরটিন মডেলের রিভলবার, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, ২টি হাসুয়া, ১টি দা ও ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জুয়েল রানার বিরুদ্ধে মহেশপু্র থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।