১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট: জুন ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

রিপন হোসেনকে আহ্বায়ক এবং আসিম সাঈদকে যুগ্ম আহ্বায়ক করে জীবননগর প্রেস ক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শেখ শহিদ, মতিয়ার রহমান এবং আমিনুর রহমান নয়ন। সোমবার (১৬ই জুন ২০২৫) দুপুরে জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জীবননগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

এসময় জীবননগর প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামুসল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, দপ্তর সম্পাদক আসিম সাঈদ প্রেস ক্লাবের সদস্য চাষি রমজান, মহিবুল ইসলাম মুকুল, রিপন হোসেন, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, কালবেলার প্রতিনিধি আবুবকর সিদ্দিক, জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক, দিনকালের প্রতিনিধি আব্দুর রশীদ, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক অর্পণ রকি, সকালের খোঁজখবরের জীবননগর ব্যুরো প্রধান আল আমিন মোল্লা, সময়ের সমীকরণের প্রতিনিধি মনিরুজ্জামান রিপন, আহাম্মদ সগীর, এমআই আতিয়ার প্রমুখ।

জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন বলেন, জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা করে অতিদ্রুত সময়ের মধ্যে জীবননগর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। শুধুমাত্র প্রকৃত সাংবাদিকরাই কমিটিতে স্থান পাবেন। উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল জীবননগর প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি ভেঙে দিয়ে সোমবার দুপু্রে জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে নতুন আহ্বায়ক কমিটিকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার বিকালে নতুন আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network