১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দ্বীন বিজয়ের জন্য সকলকে প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে -মাওলানা আবদুল জব্বার

আপডেট: জুন ২১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
তিনি শুক্রবার (২০ জুন) বিকাল ৩:৩০ টায় হিজলা উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
তিনি বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো ঐচ্ছিক কোন বিষয় নয়; বরং প্রত্যেক মোমিনের ওপরই অত্যাবশ্যকীয় বা ফরজ করে দেওয়া হয়েছে।
আমাদের ওপর নামাজ, রোজা, হজ্জ যাকাত যেমন ফরজ, ঠিক তেমনিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবন সহ সকল ক্ষেত্রে ইসলাম অনুসরণ করাও ফরজ।
মূলত, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোন ভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মত স্পষ্ট। মূলত, আল্লাহ তা’য়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসাবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। তাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সকলকে আল্লাহর বিধান ও রাসূল (সা.)-এর আদর্শের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্যই হচ্ছে দ্বীন। মুমিন জীবনের আর দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই। আল্লাহ রাব্বুল আলামীন বাতিলের ওপর দ্বীনে হক্বকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে নবী- রাসূলগণকে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী (সা.) একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তাঁর সাহাবীগণও একই দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। যুগে যুগে এই দায়িত্ব যারাই পালন করেছে তাদের সবার ওপরই জুলুম-নির্যাতন ছিল নিত্যসঙ্গী। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্বীন বিজয়ের জন্য সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির অধ্যাপক নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, প্রভাষক রেদওয়ান উল্লাহ, মাষ্টার ইয়াছিন হেলাল প্রমুখ। এছাড়াও সম্মেলনে উপজেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও ইউনিয়ন সভাপতি-সেক্রেটারীসহ রুকনগণ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network