১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চুয়াডাঙ্গায় পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: জুন ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি | ছবি: সংগৃহীত 

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের নাজমুল হক (৩৩) ও জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ই জুন আব্দুল খালেক তার স্ত্রীর বোনের ৬ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করেন। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ৯ই জুন জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন তদন্ত শেষে ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

এছাড়া ২০২১ সালের ৮ই সেপ্টেম্বর নাজমুল হক তার বন্ধুর ১৩ বছর বয়সী কিশোরী বোনকে ধর্ষণ করেন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীর পিতা বাদী হয়ে ওই বছরের ১৯ ডিসেম্বর আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম তদন্ত শেষে আসামি নাজমুলের বিরুদ্ধে ২০২২ সালের ২৬শে অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

বুধবার দুপুরে মামলা দুটির রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে পুলিশি পাহারায় আদালত থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network