৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: জুলাই ৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা জুলাই ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে দিলবার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও আব্দুস সুবহানের প্রতিষ্ঠান মেসার্স সোহাগ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে নওশাদ বিশ্বাসের ফার্মেসি মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া হাটবোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network