আপডেট: জুলাই ৪, ২০২৫
আপডেট নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলামের বিজয়ের জন্য দেশবাসী প্রস্তুত রয়েছে, তাই আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রচেষ্টা চালাতে হবে।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৮:৩০ টায় সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্যই হচ্ছে দ্বীন। মুমিন জীবনের আর দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই। আল্লাহ রাব্বুল আলামীন বাতিলের ওপর দ্বীনে হক্বকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে নবী- রাসূলগণকে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী (সা.) একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তাঁর সাহাবীগণও একই দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। যুগে যুগে এই দায়িত্ব যারাই পালন করেছে তাদের সবার ওপরই জুলুম-নির্যাতন ছিল নিত্যসঙ্গী। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বোচ্চ আর্থিক কুরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের জন্য সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আঃ সালাম মাঝী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ সৈয়দ আলী হোসেন লাভলু প্রমুখ। এছাড়াও সম্মেলনে উপজেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও ইউনিয়ন সভাপতি-সেক্রেটারীসহ রুকনগণ উপস্থিত ছিলেন।