২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হরিনাথপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে মাওলানা আব্দুল জব্বার

আপডেট: জুলাই ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
মঙ্গলবার (১৫ জুলাই) তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন। দিন শেষে হরিনাথপুর ধনু সিকদার বন্দরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার দেশব্যাপী রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুরবস্থা এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন— ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
গনসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরীর সামু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ খলিলুর রহমান ও মাষ্টার ইয়াছিন হেলাল, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক ভুইয়্যা, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network