আপডেট: জুলাই ৩০, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০শে জুলাই) সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদের মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোক্তার হোসেন মুক্তি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হায়দার হীরক, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, উথলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক খোকন, সাধারণ সম্পাদক জিনারুল হক জান্টু, উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন প্রমুখ।
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ শেষে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের মুক্ত, অভিভাবক সদস্য মোক্তার হোসেন মুক্তি এবং বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম কলম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।