২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করলো জাতীয় সাংবাদিক সংস্থা, সদস্য-১০১

আপডেট: জুলাই ৩১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি: জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কমিটি (২০২৫–২৮) পুনর্গঠন করা হয়েছে। এতে সদস্য রাখা হয়েছে ১০১ জন। নতুন এই পর্ষদে সভাপতির দায়িত্বে এসেছেন সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের স্ত্রী মোছা: আছিয়া আক্তার। মহাসচিব হয়েছেন সংস্থার প্রবীণ সদস্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ সাংবাদিক আলমগীর গনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৫টায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আছিয়া আক্তার বলেন, “একটি সংগঠনের প্রাণশক্তি হলো তার সদস্যদের আদর্শিক ঐক্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব। আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবীণ নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমরা মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে পারি।” নতুন কমিটির মূল লক্ষ্য সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সদস্যদের জন্য প্রশিক্ষণ, কল্যাণ ও সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু, গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।
সাংবাদিক মহলে এই নতুন কমিটি এবং প্রতিষ্ঠাতার পরিবারের প্রত্যক্ষ সম্পৃক্ততাকে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network