আপডেট: আগস্ট ১৫, ২০২৫
আপডেট নিউজ: বাংলাদেশ জাময়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল আট ঘটিকায় হানুয়া পেয়াপুর ছালেহিয়া দাখিল মাদরাসার হলরুমে এই অনুষ্ঠানে জামায়াতের অর্ধশতাধিক কর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কবাই ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আবুয়াল হাসান।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণমানুষের নেতা ও বাংলাদেশ জামায়তে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি (বাকেরগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাময়াতে ইসলামী বরিশাল জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়্যেদ আহম্মেদ খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম। বাকেরগঞ্জ উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, বাংলাদেশ জাময়াতে ইসলামীর যুব বিভাগে বাকেরগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, নলুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আনছার উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কবাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী বিপ্লবের জন্য দুটি শর্ত পূরণ করা প্রয়োজন। শাহাদতের নজরানা পেশ ও ত্যাগী কর্মীবাহিনী তৈরি এবং জনসমর্থন থাকা। দুটি শর্তই পূরন হয়েছে বিপ্লব এখন সময়ের অপেক্ষা মাত্র।
অন্যান্য বক্তারা বলেন, দল মত নির্বিশেষে সকলকে নিয়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে গড়ে তুলতে বাকেরগঞ্জকে দূর্বার ঘাটিতে পরিনত করতে হবে। এজন্য কেউ ভোট ডাকাতি করতে চাইলে প্রতিবাদ নয় প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ ।