আপডেট: আগস্ট ৩১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার এবং দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩১শে আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান ডিম ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার এলাকায় অভিযান চালিয়ে আসলাম উদ্দিনের প্রতিষ্ঠান মেসার্স তৌহিদ ডিম ঘরকে ৫ হাজার টাকা এবং আতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স পাপলু ডিম ঘরকে ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সহিদুল ইসলাম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।