আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ই সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধের দোকান ও বেকারি খাদ্যসামগ্রী তৈরির প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
তদারকিকালে বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে রফিকুর রহমানের বেকারি মেসার্স এসএ ফুড প্রডোক্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা ও লাইসেন্স নবায়ন না করার কারণে ছরোয়ার শেখের বেকারি মেসার্স নুর নাহারকে ফুড প্রডোক্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।