১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

আজকের বসুন্ধরা পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের বসুন্ধরা পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) ঢাকা ধানমন্ডির সাতমসজিদ রোডের ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোছা. শাহানা বেগম।

চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক নজমূল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, আজকের বসুন্ধরার সহ-সম্পাদক শামছুল হক শাহীন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান এবং দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন৷

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই ঢাকায় আসতে শুরু করেন পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি। শুক্রবার দুপুরে একসাথে মধ্যাহ্নভোজ শেষে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিনিধি সম্মেলন। পরিচয় পর্বের পর প্রতিনিধিগণ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে নিজেদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা প্রতিনিধিদের কথা মনযোগ সহকারে শোনেন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য তাদের ধন্যবাদ জানান। এসময় তিনি কপি নিউজ থেকে বিরত থেকে ঘটনাস্থলে গিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরির অনুরোধ জানান।

এছাড়া সঠিক সংবাদ পরিবেশন করে বিশেষ অবদান রাখায় প্রতিনিধিদের হাতে আজকের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিনিধি সম্মেলন শেষে কেক কেটে পত্রিকাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‌র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রয়ের বিজয়ী ৩জনের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম ও স্টাফ রিপোর্টার আমিনুর রহমান নয়ন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network