১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই – মাওলানা আবদুল জব্বার

আপডেট: অক্টোবর ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা চাঁদাবাজ ও দখলদার মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই । সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষদের নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
তিনি সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে হিজলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হিজলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।
তিনি সনাতনী ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, সংখ্যালঘু বলে কোন কথা নেই, হিন্দু মুসলিম সবাই এদেশের নাগরিক, নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। আপনাদেরকে নাগরিক হিসেবে প্রাপ্য অধিকার দেওয়ার জন্য জামায়াতে ইসলামী সার্বিকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ।
এ সময় তার ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, নায়েবে আমীর মাওলানা হারুন অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মাস্টার ইয়াছিন হেলাল ও ইমরুল হাসান শিপু প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network