আপডেট: অক্টোবর ২, ২০২৫
আপডেট:
গৌরনদী প্রতিনিধি।।বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান
এতে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, মাইটিভি’র গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির তার বক্তব্যে গৌরনদী বাসস্ট্যান্ডকে যানজটমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাসস্ট্যান্ডে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। এতে প্রতিদিন যাত্রী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।” একইসাথে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করার জোর দাবি জানান। তিনি আরও বলেন, “স্বাস্থ্য সেবার নামে দালাল চক্রের দৌরাত্ম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই চক্রকে দ্রুত উচ্ছেদ করতে হবে, নইলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় কর্মকর্তা আফসানা সাখী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, সাংবাদিক সোলায়মান তুহিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, শিক্ষা অফিসার তাসলিমা বেগম, এনজিও প্রতিনিধি প্রেমানন্দ ঘরামী, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।