আপডেট: অক্টোবর ৯, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, জীবননগর বাজার এলাকায় বীজ, কীটনাশক, মুদি দোকান প্রভৃতি প্রতিষ্ঠানে তদারকিকালে বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য তথ্য না থাকায় মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং মেসার্স গ্রিন লাইফ সিডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেশি দামে সার বিক্রি করায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।