১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকরের জন্মদিন পালন

আপডেট: অক্টোবর ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

দৈনিক কালবেলার চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দিকের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগর প্রেস ক্লাবে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য শেখ শহিদ, ডিএম মতিয়ার, আমিনুর রহমান নয়ন, প্রেস ক্লাবের সদস্য ফয়সাল মাহতাব মানিক, চাষি রমজান, হাসাদাহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, আরটিভির দুবাই প্রতিনিধি এসএম সাফায়েত, জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক, নবচিত্রের জীবননগর প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজল, আজকের বসুন্ধরার জীবননগর প্রতিনিধি মেহেদী হাসান সম্রাট, রুপালী বাংলাদেশের জীবননগর প্রতিনিধি আহাম্মদ সগীর, সংবাদ সারাবেলার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জনতার জমিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাকিম প্রমুখ।

জন্মদিন উপলক্ষ্যে সহকর্মীরা আবু বকর সিদ্দিককে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আবু বকর সিদ্দিক তার সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network