১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয় করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ’গর্বের বাকেরগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক ফিরোজ! আলতাফ হোসেন বেঁচে আছেন তার হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে : মামুন-অর-রশিদ গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দর্শনায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একজন আটক দর্শনায় ৪ কেজি গাঁজাসহ আটক ১ বরিশালের তরুণ সাংবাদিক এম সাইফুল’র শুভ জন্মদিন আজ জিয়া স্মৃতি পাঠাগারের স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করলেন নুরুল ইসলাম নয়ন বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের ডাকা হরতাল প্রত্যাহার

ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয় করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট: অক্টোবর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ই অক্টোবর) বিকালে জীবননগর উপজেলার বাঁকা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জীবননগর উপজেলার বাঁকা মোড়ের শহিদুল ট্রেডার্সে ভেজাল সার ও কীটনাশকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহিদুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৬৫০ কেজি ভেজাল ও নিম্নমানের দস্তা সার জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল ও নিম্নমানের সার বিক্রয় করে কৃষকদের সাথে প্রতারণা করছে। কৃষকরা যাতে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ না হয় এজন্য ভেজাল সারবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network