৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালে সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা “বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত! টানা ৪র্থ বার সেরা আখ চাষি নির্বাচিত হলেন শামীম হুসাইন জীবননগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মানিক, সাধারণ সম্পাদক রিপন দাঁড়িপাল্লার দূর্গে পরিণত হয়েছে বাকেরগঞ্জ, দাবি সমর্থকদের দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই চরকাউয়ায় লুনা ব্রিকসকে গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, দুই লাখ টাকা জরিমানা যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুজন আটক গর্বের বাকেরগঞ্জ’র উদ্যোগে ভাঙা ব্রিজ সংস্কার, প্রশংসায় ভাসছেন ইউপি মেম্বার রফিকুল সিকদার!

ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয় করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট: অক্টোবর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ই অক্টোবর) বিকালে জীবননগর উপজেলার বাঁকা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জীবননগর উপজেলার বাঁকা মোড়ের শহিদুল ট্রেডার্সে ভেজাল সার ও কীটনাশকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহিদুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৬৫০ কেজি ভেজাল ও নিম্নমানের দস্তা সার জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল ও নিম্নমানের সার বিক্রয় করে কৃষকদের সাথে প্রতারণা করছে। কৃষকরা যাতে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ না হয় এজন্য ভেজাল সারবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network