আপডেট: অক্টোবর ১৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কালবেলার জীবননগর উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিকের আয়োজনে শনিবার (১৮ই অক্টোবর) সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাবে আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আল হাসান মোহাম্মদ আব্দুস সালাম।
এসময় তিনি বলেন, কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে কালবেলা। দ্রুত সময়ে গণমানুষের আস্থা অর্জন করেছে গণমাধ্যমটি। আশাকরি কালবেলা আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শেখ শহিদ, ডিএম মতিয়ার রহমান, আমিনুর রহমান নয়ন, হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, আরটিভির দুবাই প্রতিনিধি এসএম সাফায়েত, নবচিত্রের জীবননগর প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজল, দিনকালের জীবননগর প্রতিনিধি জাকির হোসেন লিটন, আজকের বসুন্ধরার জীবননগর প্রতিনিধি মেহেদী হাসান সম্রাট, রুপালী বাংলাদেশের জীবননগর প্রতিনিধি আহাম্মদ সগীর, দৈনিক সবুজ নিশানের প্রতিনিধি হাসান ইমাম, জনতার জমিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক চুয়াডাঙ্গার প্রতিনিধি এস এম রকি প্রমুখ।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।