আপডেট: অক্টোবর ২৮, ২০২৫
মোহাম্মদ ইউসুফ (নিজস্ব প্রতিবেদক):
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে তান্ডব ও নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং গণহত্যায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হিজলা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নতুন হিজলা বন্দর (টেক) পূর্ব বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াত কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মোঃ খলিলুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ ও মাস্টার ইয়াছিন হেলাল, বড়জালিয়া ইউনিয়ন আমীর মাওলনা হাবিবুল্লাহ, গুয়াবড়িয়া ইউনিয়ন আমীর ইমরুল হাসান শিপু মৃধা ও ইসলামী ছাত্রশিবিরের হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরউল্লাহ প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

