আপডেট: নভেম্বর ১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক সংবাদ সারাবেলার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির সাব-এডিটর আব্দুল্লাহ আল-মামুনের আয়োজনে শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাবে আলোচনা সভা শেষে কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।
এসময় তিনি বলেন, নিয়মিত সঠিক সংবাদ প্রকাশ করে দৈনিক সংবাদ সারাবেলা পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও সঠিক সংবাদ পরিবেশন করে পত্রিকাটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ৮ম বর্ষ অতিক্রম করে ৯ম বর্ষে পদার্পণ করায় সংবাদ সারাবেলার পাঠক, শুভানুধ্যায়ীসহ পত্রিকার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ডিএম মতিয়ার রহমান, আমিনুর রহমান নয়ন, হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক, ইনকিলাবের জীবননগর প্রতিনিধি সজীব হোসেন, জনতার জমিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, আলোর দিগন্তর জীবননগর প্রতিনিধি এমআই আতিয়ার প্রমুখ।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

