আপডেট: নভেম্বর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৪ আসনে দেখা দিয়েছে রাজনৈতিক সৌহার্দ্যের বিরল উদাহরণ।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
নিজের ফেসবুক পোস্টে তিনি রাজিব আহসানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
আমরা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক আসন হিসেবে তুলে ধরবো। আমাদের মূল লক্ষ্য মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটের সামগ্রিক উন্নয়ন। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন, আমিন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও এমন শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
বরিশাল-৪ আসনের জনৈক ভোটার বলেন, আমার জানা মতে এর আগে এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণ দেখিনি। দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েও একজন আরেকজনকে এভাবে অভিনন্দন জানানো সত্যিই অনুপ্রেরণাদায়ক।
এ বিষয়ে অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। যেই জয়লাভ করুক না কেন, এলাকার উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

