আপডেট: নভেম্বর ৯, ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাস বয়সী গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে সুলতান (৫৫) নামের এক কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
অভিযানে কলাপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সহায়তা করে। এ সময় বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘একটি গর্ভবতী প্রাণীও জীবনের ধারক। তাকে জবাই করা শুধু আইনের নয়, মানবতারও পরিপন্থী কাজ। সমাজে এমন অমানবিক ঠাঁই কেউ পাবে না।’
তিনি আরও জানান, গর্ভবতী পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় দণ্ডনীয় অপরাধ। এমন কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে অমানবিক আচরণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

