১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে জামায়াতের উদ্যোগে ৩০ শিশুর ফ্রি সুন্নতে খাৎনা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।। বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ডে ৯ ও ১০ অক্টোবর দুইদিন ব্যাপী এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
ক্যাম্পে ৩০ জন শিশুর ফ্রি সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়।এ সময় জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে সুন্নতে খাতনা করা ৩০ জন শিশুর প্রত্যেককে লুঙ্গি,পাঞ্জাবি ও টুপি উপহার দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো: খলিলুর রহমান শাহাদাৎ, সেক্রেটারি হাফেজ মাওলানা মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমির মোহাম্মদ কাওসার হোসাইন,বিশিষ্ট সমাজ সেবক মো: আশিকুল ইসলাম আজাদ প্রমুখ।
এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ জানান, সুন্নতে খাতনার পরে ও সংগঠনের পক্ষ থেকে ওইসব শিশুদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network