আপডেট: নভেম্বর ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
সোমবার (১০ নভেম্বর) তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আমানুল্লাহ বাকের ও পৌর নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ, সাবেক পৌর আমীর মাওলানা অলিউল্লাহ, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি সেলিম সিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জ পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও পৌর জামায়াত নেতা মোঃ আনিছুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন

