১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

থানায় এক এএসআইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আরেক এএসআই

আপডেট: নভেম্বর ১১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ধোবাউড়া থানায় আসামি কোটেচালানকে কেন্দ্র করে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আরেক এএসআইকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে আহত এএসআইকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অভিযুক্ত এএসআইয়ের নাম মো. শরিফ আহম্মদ এবং আহত এএসআইয়ের নাম শরিফ হোসেন।মঙ্গলবার (১১ নভেম্বর) সরেজমিনে জানা যায়, সোমবার বেলা ১১টায় ধোবাউড়া থানার ভেতরে আসামিদের চালান নিয়ে এএসআই দেলোয়ার ও এএসআই শরীফের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শরীফ ক্ষিপ্ত হয়ে স্টিলের বেটন লাঠি দিয়ে দেলোয়ারের মাথা ও গলাই আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ রানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তার গলায় আঘাত লেগেছে ও নীলচে ফোলা জখম আছে।’

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘সে (শরীফ) আমাকে এভাবে আঘাত করবে বুঝতে পারি নাই। তাকে থামাতে গিয়ে আরও দুইজন আহত হয়।’অভিযুক্ত শরিফ আহম্মদকে একাধিকবার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, তাকে থামাতে গিয়ে তারা আহত হয়েছেন।এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, তিনি থানার বাইরে ছিলেন। বিষয়টি খতিয়ে দেখে পরে জানাবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network