আপডেট: নভেম্বর ১৩, ২০২৫
অনলাইন ডেস্ক:: রাজশাহীতে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি দশতলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার ও হামলাকারী যুবকও আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম তাওসিফ রহমান সুমন (১৬)।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ভবনের দারোয়ান মেসের আলী জানান, দুপুর আড়াইটার দিকে এক যুবক ভবনে এসে বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয় দেন। দারোয়ানের খাতায় নিজের নাম ‘লিমন’ ও মোবাইল নম্বর লিখে তিনি ফ্ল্যাটে ঢোকেন। প্রায় ৩০ মিনিট পর গৃহকর্মী এসে জানায়, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে।পরে ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা গিয়ে তিনজনকেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তাওসিফ মারা যান।
ঘটনার পর বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারীর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পেশায় চালক। তার সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ থাকতে পারে।পুলিশ কমিশনার আরও জানান, সিলেটের সুরমা থানায় এই ব্যক্তির বিরুদ্ধে আগে একটি জিডি করেছিলেন তাসমিন নাহার। কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় রাজশাহী নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

