আপডেট: নভেম্বর ১৫, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৪ই নভেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে আসামিবিহীন অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়। শনিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নিমতলা বিওপির একদল বিজিবি হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে শুক্রবার রাতে সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বজুল মিয়ার আখক্ষেতের পাশ থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫ কেজি।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

