আপডেট: নভেম্বর ১৭, ২০২৫
আপডেট:
কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে মনোনয়ন পুণর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য বীমুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবীতে চতুর্থ দিনের মত মহাসড়কে ৮কিলোমিটার জুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংসদীয় আসনের নারীরা। রবিবার বিকেলে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়ীয়া থেকে ভেড়ামারা উপজেলার ৯মাইল কাচারী পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার জুড়ে অনুষ্টিত উক্ত মানববন্ধনে কয়েকহাজার নারী অংশ নেয়। এ সময় তারা মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবীতে সড়কে বিক্ষোভও করেন। পরে বহলবাড়ীয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম, মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতানসহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন।এসময় তারা কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে দেয়া মনোনয়নটি পুণর্বিবেচনা করে ত্যাগী পরিক্ষিত নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহবান জানান। গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও শহীদুল ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

