আপডেট: নভেম্বর ১৯, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার হয়। মারা যাওয়া দুলাল সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, দুলাল প্রতিদিন নৌকায় করে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকায় বাড়ি ফিরছিলেন তিনি। বাদামতলা খেয়াঘাট এলাকায় নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন তিনি। দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ তার মরদেহ উদ্ধার হয়।

