১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

আপডেট: নভেম্বর ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবীতে সারাদেশের ন্যায় বরিশালেও মানববন্ধন করেছেন।

বুধবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।জানাগেছে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অথচ তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। দেশের করোনা, ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন।মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকারী মেডিকেল ফার্মাসিস্ট মো. সাইফুল ইসলাম লিটন বলেন, “দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। সারাদেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে। তাই আমাদের দশম গ্রেড বাস্তবায়ন চাই। দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে আমরা কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট মো. জাহিদ হোসেন ও মোঃ তাওহিদ হাসান বলেন, “দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, অথচ প্রতিবারই আমরা প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছি। আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত। এ বিষয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।মানববন্ধনে অংশ নেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল ফার্মাসিস্ট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network