আপডেট: নভেম্বর ২০, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১ নভেম্বর চরফ্যাশন উপজেলায় অবস্থিত জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-র উদ্যোগে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর সচিব শাহিনা সুলতান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার, সিনিয়র সহকারী সচিব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়কারী দুইটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম বন্ধ করবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
এসময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা অয়েল পিএলসি, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অবৈধ জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান পর্যায়ক্রমে আরো পরিচালিত করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

