২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ২০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এই শ্লোগানে বরিশালে প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে।বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

‘তারুণ্যের অহংকার, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’র শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ট এবং বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মজিবর রহমান সরোয়ার রক্তদান ও বৃক্ষরোপণ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরিশাল মহানগর আহবায়ক নুরুল আরম ফরিদ, মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসরাইল পন্ডিত সহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচি সম্পন্ন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network