আপডেট: নভেম্বর ২২, ২০২৫
বরিশাল ব্যুরো:: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি, বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালে তার স্মরণে প্রথমে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল ইসলামিয়া কলেজে তার পুষ্পস্তবক অর্পণ করা হয়।সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
এছাড়াও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর বরিশাল জেলা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।প্রসঙ্গত, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির টিকিট পেয়ে বরিশাল ৬ আসনে সংসদ সদস্য হন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. ইউনুস খান।

